প্রধান শিরোনামবিশ্বজুড়ে

অক্সফোর্ডের টিকা রপ্তানি সাময়িক স্থগিত করেছে ভারত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্ব দিতে সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে ভারত।

এপ্রিলের শেষ নাগাদ পর্যন্ত থাকতে পারে এই স্থগিতাদেশ। যার প্রভাব পড়বে কোভ্যাক্সের টিকা বন্টনেও।

ভারতে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। দ্বিতীয় ঢেউ ঠেকাতে পহেলা এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়স্কদের টিকাদান শুরু করবে দেশটি। অভ্যন্তরীণ চাহিদা পূরণে সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকা রপ্তানি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

এপ্রিলের শেষ নাগাদ পর্যন্ত টিকা রপ্তানি স্থগিত থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বন্টন প্রকল্প কোভ্যাক্সের আওতায় নিম্ন আয়ের ৬৪টি দেশে সিরামের টিকা সরবরাহেও প্রভাব পড়বে। কেনিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে টিকা পাওয়া আরও দেরি হবে। এরই মধ্যে ব্রাজিল, যুক্তরাজ্য, মরক্কো ও সৌদি আরবে টিকার চালান পিছিয়ে দিয়েছে ভারত।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close