বিশ্বজুড়ে
অং সান সুচির ৭ বছরের জেল
ঢাকা অর্থনীতি ডেস্ক: সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের নেত্রী অং সান সু চি’কে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জান্তাশাসিত আদালত। দুর্নীতির অভিযোগে অং সান সুচিকে এই সাজা দেওয়া হয়।
শুক্রবার মিয়ানমারের সামরিক আদালতে সু চির পাঁচটি অভিযোগের বিষয়ে বিচারকাজ শুরু হয়। এ সময় আদালত দুর্নীতির দায়ে সু চিকে দোষী সাব্যস্ত করে। খবর রয়টার্স।
এর মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রীর বিরুদ্ধে মামলার গোপন বিচারিক কার্যক্রম শেষ হল। এর আগে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ২৬ বছর জেল খাটেন সুচি। এ নিয়ে বিভিন্ন মামলায় ক্ষমতাচ্যুত এই নেত্রীর মোট ৩৩ বছরের সাজা হল।
২০২০ সালে ভোট কারচুপির অভিযোগে ২০২১ সালে ফেব্রুয়ারিতে ক্ষমতা তুলে নেয় সামরিক বাহিনী। তারপর থেকে বন্দী জীবন পার করছে ৭৭ বয়সী এই নেত্রী। সেসময় দুর্নীতি থেকে শুরু করে অবৈধ ওয়াকিটকি রাখা ও করোনা বিধি-নিষেধ লঙ্ঘনসহ ১৪টি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।